দীপককুমার দাসঃ
একশো দিনের কাজ,আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না , বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার প্যাটেলনগরে মহঃ বাজার ব্লকের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না কর্মসূচি পালন করা হয়।রাজ্যের সমস্ত ব্লকে গতকাল ও আজ বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে ধর্না কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় রাজ্য তৃণমূল নেতৃত্ব।সেই কর্মসূচীর অংশ হিসেবে এদিন মহঃ বাজার ব্লকে মহঃ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এদিনের এই ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা,সাঁইথিয়া বিধানসভার মহঃ বাজার ব্লকের তৃণমূলের আহ্বায়ক তাপস সিনহা, মহঃ বাজার পঞ্চায়েতের প্রধান ঊমা বন্দ্যোপাধ্যায়, মহঃ বাজার অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায়,অলোক ভট্টাচার্য,ভ্রমর বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাকর্মীরা। মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ঊমা বন্দ্যোপাধ্যায় বলেন,একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না।এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের এই ধর্ণা কর্মসূচি।