
দীপককুমার দাসঃ
মহঃ বাজার থানার ভুতুরা পঞ্চায়েতের খয়রাকুড়ি গ্রামে গতরাতে একটি বাড়িতে বোম ছোঁড়া হয়। দুটি বোমা ফাটলেও একটি ফাটেনি বলে জানান খয়রাকুড়ির ঘোষপাড়ার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ। তিনি জানান তিন মাস আগে কালিপুজোর দিন একটি পুরনো বিবাদের জেরে এই ঘটনা। সেই ঘটনায় আর্মিতে কাজ করা তার ছেলেকে জেল খাটানো হয়। এদিনের ঘটনার জন্য গ্রামের রবি ঘোষ, বাবন ঘোষ, গৌর ঘোষ, সঞ্জয় ঘোষ যুক্ত বলে অভিযোগ করেন। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গৌর ঘোষ।তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। উনি মিথ্যা অভিযোগ করছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহঃ বাজার থানার পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।