বিশ্বভারতীতে বসন্ত বন্দনা

অভিজিৎ চ‍্যাটার্জী

বুধবার ১৩ এপ্রিল বিশ্বভারতীতে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত বন্দনায় মাতলেন ছাত্রছাত্রীরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে ঋতুউৎসব পর্যায় ভুক্ত করেছেন। তিনি প্রতিটি ঋতুকে আহবান জানিয়ে নতুন নতুন গান নাটক রচনা করেছেন। আর শান্তিনিকেতনে প্রতিবছর বসন্ত ঋতুতে বসন্ত আবাহন, বসন্তবন্দনা রূপে মর্যাদার সঙ্গে উদযাপিত হয়ে আসছে। যদিও ২০১৯ এর পর মাঝে দু’বছর অনুষ্ঠান বন্ধ রেখেছিল বিশ্বভারতী। এদিন সকাল সাতটা নাগাদ উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রাটি শুরু হয়। “খোল দ্বার খোল” গানটির সঙ্গে নাচের মধ্য দিয়ে বসন্ত বন্দনার শূভারম্ভ হয়। শোভাযাত্রার পর গৌড় প্রাঙ্গণের মঞ্চে বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রীরা নাচ গানের মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বন্দনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বিশিষ্ট আধিকারিকদের পাশাপাশি নবীন-প্রবীণ কর্মীরাও। যদিও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এ বছরের অনুষ্ঠানে। উল্লেখ্য, রবীন্দ্রনাথ বেশ কয়েকটি উৎসবকে অধার্মিক রূপ দিয়েছেন। শুধুমাত্র ঋতুকে বরণ করা এবং যাতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে যোগ দিতে পারেন সে রকম দুটি অনুষ্ঠান একটি বসন্ত উৎসব ও অন্যটি বৃক্ষরোপণ। আনন্দ দিয়ে সব কাজ করলে সমস্ত কাজটি পুরোপুরি হয়। এবছর সেই আনন্দের সঙ্গে বসন্তবন্দনা আয়োজন হল বিশ্বভারতীতে। এদিনের সকালের অনুষ্ঠানের পর সন্ধ্যায় ওই একই মঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক উৎসব। তাতে অংশগ্রহণ করবেন সংগীতভবন-এর ছাত্রছাত্রী অধ্যাপক-অধ্যাপিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *