
দীপককুমার দাসঃ

আগামী ১৪ এপ্রিল চলতি বাংলা বছরের শেষ দিন সিউড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগে ও একবার দিনক্ষণ ঘোষনা হলেও বাতিল হয় সেই অমিত শাহের সিউড়িতে সভা। জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দী। পঞ্চায়েত ভোটের ঘোষণা যে কোনো দিন হতে পারে। এমতাবস্থায় বিজেপিকে নতুন অক্সিজেন যোগাতে আসছেন অমিত শাহ। আগামী ১৪ এপ্রিল সিউড়ির বেনীমাধব মাঠে জনসভা করবেন তিনি। সেই মাঠ পরিদর্শন করেন বিজেপির নেতৃবৃন্দ। এছাড়া অমিত শাহের সভার জন্য মাইকিং করে প্রচার ও করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ঐ দিন জনসভায় অমিত শাহ কি বার্তা দেন সেই দিকেই নজর রাজনীতি মহলের।