বনসাই তৈরির পদ্ধতি ও এডেনিয়ামের গ্রাফটিং এর কর্মশালা সিউড়িতে

দীপককুমার দাসঃ

দিন দিন বনসাই নিয়ে আগ্রহ বাড়ছে গাছ প্রেমীদের। এছাড়া এডেনিয়াম গাছের গ্রাফটিং এর মাধ্যমে রঙবাহারী ফুল ফোটাতে চান ফুলপ্রেমীরা। তাই বনসাই তৈরির প্রাথমিক ধারণা দিতে ও এডেনিয়ামের গ্রাফটিং হাতে কলমে শেখাতে গাছপ্রেমীদের নিয়ে ৯ এপ্রিল দুপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে। উদ্যোক্তা ছিল গার্ডেনিং অ্যান্ড মোর বীরভূম নামে গাছপ্রেমীদের একটি সংগঠন। এডেনিয়াম মূলতঃ আফ্রিকান প্রজাতির বিদেশি গাছ। কম পরিচর্যাতেও এই গাছ বেড়ে উঠে। এদিন এই এডেনিয়ামের গ্রাফটিং হাতে কলমে শেখাতে উপস্থিত ছিলেন এডেনিয়াম বিশেষজ্ঞ প্রীতম মন্ডল ও শুভঙ্কর শিকদার। এডেনিয়াম গ্রাফটিং এর পর বনসাই তৈরির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শুভঙ্কর শিকদার। কিভাবে বনসাই শুরু করা যায়,বনসাই তৈরির আর্দশ সময়, গাছ নির্বাচন, কাটাই ছাটাই ও পরিচর্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিন এই কর্মশালায় উপস্থিত সকলকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সব্জির বীজ দিয়ে তৈরি কলম উপহার দেওয়া হয়। কাগজের তৈরি এই কলমের মধ্যে বিভিন্ন ধরনের সবজির বীজে ঠাসা এই কলম ব্যবহারের পর মাটিতে ফেলে দিলে তার থেকে সবজির গাছ বের হবে বলে জানান গার্ডেনিং অ্যান্ড মোর, বীরভূম গ্রুপের এডমিন কেয়া দেবনাথ। এদিন হাতেকলমে প্রায় চল্লিশ জন বাগানপ্রেমী এই কর্মশালায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *