
শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। তবুও বোরো ধান, সবজি চাষ ও অন্যান্য তৈলবীজ ও দানাশস্যের উৎপাদনে জমিতে সেচ ব্যবস্থার প্রয়োজন হয়। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের ৩৬ জন কৃষকের হাতে আজ সেচের যাবতীয় সরঞ্জাম ও আনুষঙ্গিক যন্ত্রপাতি তুলে দিলেন ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার। জমিতে সেচ দেওয়ার জন্য চাষীদের হাতে জল সরবরাহ করার জলের পাইপ এদিন তুলে দেওয়া হয়েছে বলে অনুপমবাবু জানিয়েছেন। এদিন এই কৃষি সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন বিডিও জাগ্রত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। এই কৃষি সরঞ্জাম পেয়ে স্থানীয় কৃষকরা বেশ খুশি।
ছবি ও ভিডিও- দিপু মিঞা, মুরারই, বীরভূম।