দীপককুমার দাসঃ
মহঃ বাজার ব্লকের অন্তর্গত আঙারগড়িয়া গ্রামে বৃহস্পতিবার কঠিন বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রের উদ্বোধন করলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা,সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র, আঙারগড়িয়া পঞ্চায়েতের প্রধান সোনালী বাগ্দী প্রমুখ। মহঃ বাজার কৃষি বাজার সংলগ্ন এলাকায় এই কঠিন বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রটি বানানো হয়েছে। বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির জন্য বিভিন্ন শেড তৈরি করা হয়েছে। বর্জ্য পদার্থ বহনের জন্য গার্বেজ ভ্যান রাখার জন্য ই-কার্ট শেড বানানো হয়েছে। এদিন উদ্বোধনের পর এই বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রটি ঘুরে দেখেন অতিথিরা। বর্জ্য ব্যবস্থাপন কেন্দ্রটি ঘুরে দেখে জেলাশাসক বিধান রায় জানান, পরিচালন ব্যয় হিসেবে পঞ্চদশ অর্থ কমিশন থেকে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। এছাড়া প্যাটেলনগর কৃষি বাজার এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা কিছুদিন আগে ভার্চুয়ালি উদ্বোধন হওয়া “পানছি” তৈরির কারখানাটি ঘুরে দেখেন জেলা শাসক ও অন্যান্য অতিথিরা। অধিবাসীদের চিরাচরিত পোষাক “পানছি” তৈরির কারখানায় ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়ে গেছে। পুরোপুরি বানিজিক ভাবে এখানে পোষাক তৈরী হবে।