শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ডঃ বি.আর. আম্বেদকার মেমোরিয়াল কমিটি এবং বাংলা সংস্কৃতি মঞ্চের যৌথ উদ্যোগে দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে আজ ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা, ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের ১৩৩ তম জন্মদিবস যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। সভাপতিত্ব করেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পান্ডে। তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। মুখকথা পরিবেশন করেন সংস্থার সম্পাদক রতনচন্দ্র সাহা। ডঃ আম্বেদকরের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, অধ্যাপক ডঃ রবিন ঘোষ, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি রাজকুমার ফুলমালি বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে “আম্বেদকার স্মরণিকা” প্রকাশিত হয়। স্থানীয় সেঁজুতি সংস্থার কর্ণধার সুমনা চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত হয় গীতি আলেখ্য। সমাজ উন্নয়ন সংগঠনের বহু সদস্য এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দীপক পৈতণ্ডী।