তীর্থকুমার পৈতণ্ডীঃ
নাবার্ডের উদ্যোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রযুক্তি সহায়তায় এবং মণ্ডল ফার্মাস প্রডুইসার কোম্পানীর ব্যবস্থাপনায় শাওড়াকুড়ি মালাডাং বংশীধর উচ্চবিদ্যালয়ের সাংস্কৃতিক কক্ষে অনুষ্ঠিত হল একদিনের এক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন নাবার্ডের ডিডিএম, কৃষি বিশেষজ্ঞ ড. সায়ন মাহাতো, প্রবুদ্ধ রায় এবং পলাশ অঙ্কুর, ব্যাঙ্কিং বিশেষজ্ঞ উৎপল ভট্টাচার্য্য, স্থানীয় ব্যাঙ্ক আধিকারিকগণ এবং মণ্ডল ফার্মাস প্রডুইসার কোম্পানীর পরিচালন কমিটির সদস্যগণ। প্রশিক্ষণে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মূলত হারিয়ে যাওয়া পাঁচটি প্রজাতির ধানের চাষ এবং বিউটিপার্লার শিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়।