শম্ভুনাথ সেনঃ
গত ১৪ এপ্রিল বীরভূমের সিউড়ি বেণীমাধব হাইস্কুল মাঠে সভা করেছে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ৪৮ ঘন্টা না পেরোতেই আজ ১৬ এপ্রিল সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে পাল্টা সভা করল তৃণমূল। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সোহম চক্রবর্তী সহ জেলার দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার ড. আশীষ ব্যানার্জি, সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের কোর কমিটির সদস্য থেকে নেতাকর্মীরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম এদিন পাল্টা জবাব দেন বিজেপিকে। ফিরহাদ হাকিম বলেন আমাদের নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কান্ডে জেলে রয়েছে। কোথা থেকে আসে গরু? গরু আসে উত্তরপ্রদেশ থেকে যায় কোথায় না বাংলাদেশে। উত্তরপ্রদেশের মন্ত্রী কে না যোগী! বর্ডারে থাকে কেন্দ্রের বিএসএফ। তিনি গরু পাচারের দায় চাপান বিজেপির উপর। উল্লেখ্য, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় রয়েছেন তিহার জেলে, তাই এদিন অনুব্রতর হয়েই সওয়াল করেন মন্ত্রী ফিরহাদ। তিনি বলেন আমাদের নেতাকে বিনা কারণে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এমনই একাধিক ইস্যুতে বিজেপির অমিত শাহকে কটাক্ষ করেই তিনি এদিন বক্তব্য রাখেন। মন্ত্রীর দাবি গরু পাচারের টাকা যায় উত্তরপ্রদেশে আর স্বরাষ্ট্রমন্ত্রকে। বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘মনটা খারাপ লাগছে, ঠিক যেভাবে চিড়িয়াখানায় গিয়ে বাঘ না দেখলে মনটা খারাপ হয়, কেষ্ট দা-কে মিস করছি, আমরা জানি এটা রাজনৈতিক চক্রান্ত, তিনি আপনাদের আশীর্বাদে আবার আপনাদের মধ্যে ফিরে আসবেন এবং বীরভূমকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন।