পানীয় জলের দাবীতে বিজেপির মিছিল ও অবস্থান বিক্ষোভ

সেখ রিয়াজুদ্দিনঃ

জেলার বুকে প্রখর রৌদ্রের তাপপ্রবাহ। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪১-৪৪ ডিগ্রি সেলসিয়াসের ধারেকাছে ঘোরাঘুরি করছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া এবং বৃষ্টির সম্ভাবনা না থাকায় মানুষের নাভিশ্বাস অবস্থা। এদিকে তীব্র দাবদাহের সাথে সাথে বিভিন্ন স্থানে শুরু হয়েছে জল সংকট। সেরূপ রামপুরহাট পৌরসভা এলাকায়ও দেখা দিয়েছে পানীয় জলের সংকট। রামপুরহাট শহর বিজেপির পক্ষ থেকে পানীয় জলের দাবীতে রামপুরহাট শহরে মিছিল ও পৌরসভার মূল গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। বিজেপির অভিযোগ রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডেই পানীয় জলের তীব্র সংকট। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা এক সাক্ষাৎকারে রামপুরহাট পৌরপতিকে চৌরপতি বলে অভিহিত করেন। তিনি আরও বলেন গত পৌরসভা নির্বাচনে বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে সন্ত্রাস করে বোর্ড দখল করে। পৌরসভায় স্বজনপোষন চলছে। পৌরসভা মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ। তাই আজ বিজেপির কর্মীরা জলের বালতি নিয়ে পৌরসভার গেটের সামনে বসে চৌরপতির কাছে জলের দাবীতে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *