
সেখ রিয়াজুদ্দিনঃ
পুলওয়ামা হামলার ঘটনায় ভারতবর্ষের বীর সৈনিকরা শহীদ হয়েছেন। ভারতবর্ষের বীর সৈনিকরা এখনো পর্যন্ত বিচার পেল না, কি ভাবে তাদের প্রতি হামলা করা হলো এবং এখনো পর্যন্ত কেন তারা বিচার পেল না, এই জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে দিতে হবে অর্থাৎ বিজেপি সরকার কে দিতে হবে বলে দাবি তোলে যুব কংগ্রেসের পক্ষ থেকে নলহাটি শহরে ২০ এপ্রিল রাতে মশাল মিছিল বের করে। তাদের আরো বক্তব্য যে, জম্মু-কাশ্মীরে একটি মশা পর্যন্ত প্রবেশ করতে পারে না তো সেখানে কিভাবে ৩০০ কেজি আরডিএক্স নিয়ে প্রবেশ করল জঙ্গিরা? এর জন্য দেশের বিজেপি সরকার দায়ী, আজকে আমাদের দেশে বীর শহীদরা যাতে বিচার পায় তার জন্যই আমরা বীরভূম জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মশাল মিছিল জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানালাম। সেই সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে ধিক্কার জানানো হলো। আমাদের দেশের যে সমস্ত বীর সৈনিকরা শহীদ হয়েছেন, তারা যদি বিচার না পায় আগামী দিনে আমারা বৃহত্তর আন্দোলনের পথে নামব বলে এক সাক্ষাৎকারে জানান জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ।