পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বার্তা ঈদের দিনে খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরিফ থেকে

সেখ রিয়াজুদ্দিনঃ

সমগ্র বিশ্বজুড়ে গত একমাস জুড়ে পালিত হয়েছে পবিত্র রমজান তথা রোজা। আজ শাওয়াল মাসের প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে খুশির উৎসব ঈদ। সেই ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জেলাতেও পালিত হচ্ছে খুশির উৎসব ঈদ। আজ ঈদের নামাজের পর রাজনগর ব্লকের গাইসাড়া শরীফে অবস্থিত দাদা হজুর বোখারী, সৈয়দ নুরুল হোসেন বোখারীর মাজার শরীফ জিয়ারত করতে রাজনগর সিউড়ি খয়রাসোল দুবরাজপুর, ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে লোকজনের ভীড় লক্ষ্য করা যায়। খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরীফের গদ্দিনসীন সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারী ঈদ উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছা বার্তা জানান। এবং বলেন পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার কথা।আমরা সকলেই ভারতবাসী,দেশের কথা মাথায় রেখে সকল সম্প্রদায়ের মানুষজন যেন সৌহার্দ্য ভাতৃত্ব পূর্ণ আচার আচরণের মাধ্যমে জীবন যাপন করতে পারি এজন্য আল্লাহ তাআলার নিকটে সবার জন্য দোয়া করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *