দীপককুমার দাসঃ
শনিবার সন্ধ্যায় সিউড়ির মৌমাছি কালিমন্দির প্রাঙ্গণে সংস্কার ভারতী, সিউড়ি শাখার উদ্যোগে পালিত হলো বসুন্ধরা দিবস। বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বেড়েই চলেছে। আর এই ভয়ঙ্কর দিন থেকে বাঁচতে আমাদের আরো গাছ লাগানো উচিত। পাশাপাশি দূষণ কমানো উচিত। মানুষকে এই বার্তা দিতে এই বসুন্ধরা দিবস পালন বলে জানান উদ্যোক্তারা। প্রতিবছর বাইশে এপ্রিল এই বসুন্ধরা দিবস পালন করা হয়। এই উপলক্ষে মৌমাছি কালি মন্দির প্রাঙ্গণে ভূ-অলংকরণ, প্রকৃতি বন্দনা ও নৃত্য গীতের আয়োজন করা হয়।শহরের বিশিষ্ট শিল্পীরা ভূ-অলংকরণে অংশ নেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সর্পবিদ তথা ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস, চাঁদের পাহাড় জয়ী সাইক্লিষ্ট উজ্জ্বল পাল প্রমুখ।