
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের “জয়দেব কেন্দুলী” অন্যতম বৈষ্ণব তীর্থভূমি। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আজ ২৩ এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন নব নির্মিত মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বাঁকুড়া বড়জোড়ার পক্ষ থেকে ষষ্ঠীপদ নন্দীর উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সকাল থেকেই ভক্ত-পূর্ণার্থীদের শোভাযাত্রার মাধ্যমে ঘট আনয়ন অনুষ্ঠান। অজয় নদের ঘাটে জলের ঘট ডুবিয়ে সেই ঘট মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। উল্লেখ্য, জয়দেব কেন্দুলী একটি ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান।এখানে বসেই কবি জয়দেব রচনা করেছিলেন “শ্রী শ্রী গীতগোবিন্দম কাব্যগ্রন্থ”। এই কবির নামেই প্রতিবছর পৌষ সংক্রান্তিতে বসে জয়দেব মেলা। আর এই মেলায় অসংখ্য আশ্রম আখড়ায় সাধু সন্তদের অংশগ্রহণে তিন দিন ধরে চলে ভোগ বিতরণ, অন্নকূট উৎসব। তবে আজ কেন্দুলিতে স্থায়ী আশ্রমের তালিকায় “বড়জোড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের নাম সংযোজিত হলো। এই নবনির্মিত স্থায়ী মন্দিরে প্রতিষ্ঠিত হল রাধা-কৃষ্ণ, মা সারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের বিগ্রহ মূর্তি। সকাল থেকেই হোম, যজ্ঞ, পূজা পার্বণের সঙ্গে দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলী আশ্রম সংঘ চ্যারিটেবল ট্রাস্ট এর সেক্রেটারি সুনীল মহারাজ সহ অন্যান্য আশ্রমে সাধুসন্তরা।