শম্ভুনাথ সেনঃ
সারা বৈশাখ জুড়েই অসহ্য গরম। তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়। আজ বীরভূমে অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো। সরকারী আবহাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ ২৪ এপ্রিল, সোমবার বিকেল থেকে বৃষ্টির দেখা মিলেছে। মুরারই, রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুর প্রায় জেলা জুড়েই এই বৃষ্টি হয় বলে খবর। এদিন বিকেল শুরু হতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। হালকা ঝড়ের সাথে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। হাঁফ ছেড়ে বাঁচে রাঙামাটির মানুষ। উল্লেখ্য, এবার জেলায় তাপমাত্রার পারদ ছুয়েছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। কদিন ধরে তাপপ্রবাহ ওঠে চরমে। এদিনের এই বৃষ্টির ফলে আপাতত কয়েকদিন আবহাওয়া অনুকুলেই থাকবে বলে আশা করছেন রাঙামাটির মানুষ।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই; বীরভূম