
শম্ভুনাথ সেনঃ
হাত-পা বাঁধা অবস্থায় এক প্রবীণ সুচিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আজ ২৪ এপ্রিল জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের “নলহাটি পুরসভার” চার নম্বর ওয়ার্ডের রেলগেটের কাছে। মৃত চিকিৎসকের নাম ডাঃ মদনলাল চৌধুরী (৮২)। আজ দুপুরে তাঁর নিজের বাড়ির দোতলার ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রামপুরহাট কলেজ এন্ড হসপিটালে পাঠানো হয়। উল্লেখ্য, ডাক্তার চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তিনি দুবার বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও দুবারই তিনি সিপিআইএম প্রার্থীর কাছে পরাজিত হন। আজ দিনদুপুরে তাঁর নিজের বাড়িতেই হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ ঘিরে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শুরু হয়েছে পুলিশি তদন্ত।