দীপককুমার দাসঃ
বেহিরা কালিতলার ভুবন সাধুর মৃত্যুর প্রতিবাদে শ্রদ্ধাঞ্জলি যাত্রা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তার পাল্টা মিছিল করলো তৃণমূল। গত রবিবার নিম্ববাসিনী মন্দিরের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামী ভবানন্দ ওরফে ভুবন সাধুর মৃতদেহ। ভুবন সাধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দলীয় পতাকা ছাড়া হিন্দু সংগঠন ও সাধুদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি যাত্রা করেন শুভেন্দু অধিকারী। শনিবার তার পাল্টা মিছিল বের করে তৃণমূল। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, কাজল শেখ। বিকাশ রায় চৌধুরী বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে বীরভূমে অশান্তি সৃষ্টি করতে চাইছে। সাধুর মৃত্যু নিয়েও রাজনীতি করছে। হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। মানুষ একশো দিনের কাজের টাকা চায়। আবাস যোজনায় বাড়ি চাই।”