
দীপককুমার দাসঃ
শনিবার বিকেলে সিউড়িতে সিউড়ি শহর বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সিউড়ি চৈতালী মোড় বিক্ষোভ দেখানো হয়। কালিয়াগঞ্জের ঘটনা ও গতকাল কলকাতার ধর্মতলায় কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদ জানানোর সময় বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে অকারণে আটকে রাখে রাজ্য পুলিশ। এর প্রতিবাদে সিউড়িতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গঁড়াই বলেন,কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।প্রতিবাদ করতে গেলে পুলিশ গুলি করে খুন করেছে এক যুবককে। গতকাল ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অকারণে রাজ্য পুলিশ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে অকারণে আটকে রাখে।এর প্রতিবাদে এই বিক্ষোভ।তিনি আরো বলেন,রাজ্যে নারীদের সম্মান ফিরিয়ে আনতে হবে, শিশুদের সুরক্ষা দিতে হবে,আর কোনো মহিলাকে যেন ধর্ষণের শিকার হতে না হয় তা দেখতে হবে রাজ্য সরকারকে।সিউড়ির চৈতালী মোড়ে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বসে বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে।