কলাছন্দম একাডেমীর পক্ষ থেকে বিশ্ব নৃত্য দিবস পালন সিউড়িতে

দীপককুমার দাসঃ

২৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে কলাছন্দম একাডেমী অফ ডান্সের উদ্যোগে পালিত হলো বিশ্ব নৃত্য দিবস। বক্রেশ্বর তাপ বিদ্যুৎ উপনগরীর অন্যতম একটি নৃত্য দল কলাছন্দম একাডেমী অফ ডান্স। এই সংস্থা এবারই সিউড়িতে বড় ধরনের অনুষ্ঠান করলো। এদিনের অনুষ্ঠানে প্রায় সত্তর জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। আনন্দলোকে মঙ্গলালোকে গানের সঙ্গে নৃত্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নৃত্য শিল্পীরা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সঙ্গে নৃত্যে দর্শকদের মুগ্ধ করেন। রবীন্দ্র নৃত্য, কত্থক, ভারতনাট্যমের পাশাপাশি বিখ্যাত নৃত্য শিল্পী উদয়শঙ্করের নৃত্যশৈলী অনুকরণে নৃত্য পরিবেশিত হয়। পরিশেষে রবীন্দ্র নাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি চন্ডালিকা নৃত্য নাট্য মঞ্চস্থ হয়। দেবলীনা দে এর নৃত্য পরিচালনায় চন্ডালিকা নতুন আঙ্গিকে পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটির নৃত্য পরিচালনায় ছিলেন এই সংস্থার কর্ণধার ডলি দে। অনুষ্ঠানটি সূচারুভাবে সঞ্চালনা করেন অর্ণিবাণ ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দন, নাট্যকর্মী তথা আননয়ায়ুধ পত্রিকার সম্পাদক স্বপন রায়, নাট্য পরিচালক নির্মল হাজরা, বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত সরকার, প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামন হাসান নির্ঝর, শিক্ষক সব্যসাচী গুপ্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা সংস্হা কলাছন্দম একাডেমী অফ ডান্সের পক্ষে বিনোদ রঞ্জন দে বলেন, ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস। সিউড়ির রবীন্দ্র সদনে আমরা আজ এই দিবস পালন করলাম। রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নৃত্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াওডিশি, কত্থক, ভারতনাট্যম নৃত্য পরিবেশিত হয়। উদয়শঙ্করের নৃত্যশৈলী অনুকরণে তিনটি নৃত্য নৃত্যশিল্পীরা উপস্থাপন করে। পরিশেষে রবীন্দ্র নাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি “চন্ডালিকা” দেবলীনা দে এর নৃত্য পরিচালনায় নতুন আঙ্গিকে পরিবেশিত হয়।” কোরিওগ্রাফার দেবলীনা দে বলেন, আজ বিশ্ব নৃত্য দিবসে ভারতীয় নৃত্যের বিভিন্ন আঙ্গিক তুলে ধরলাম। সবাই ভীষণ উৎসাহ দেখিয়েছে। বক্রেশ্বর তাপ বিদ্যুৎ উপনগরী থেকে দশ কিমি দূরে সিউড়ি রবীন্দ্র সদনে বিশ্ব নৃত্য দিবস পালন করলাম। সকলের উৎসাহে আমরা আপ্লুত। এদিন এই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *