শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী দুর্গেশ গিরি মহারাজ সম্প্রতি প্রয়াত হয়েছেন। কিন্তু তাঁর স্বপ্নপূরণে আজও এগিয়ে চলেছেন আশ্রমিক গুণমুগ্ধরা। উল্লেখ্য, বক্রেশ্বরের এই আশ্রমের খ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রতিষ্ঠাতা দুর্গেশগিরি মহারাজ সারা জীবন মানব সেবার কাজে নিযুক্ত করেছিলেন নিজেকে। প্রায় এক দশক আগেই এই বক্রেশ্বরে গড়ে তোলেন “বাণপ্রস্থ আশ্রম”। দুঃস্থ মানুষের জন্য চালু করেন ‘অন্নসেবা প্রকল্প’। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে তাঁর অবর্তমানেও আজও এগিয়ে চলেছে এই প্রকল্প। এখন এই আশ্রমে ১৯ জন অসহায় মানুষকে প্রত্যেকদিন রান্না করা খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। এছাড়া নিঃখরচায় মাসে মাসে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্থানীয় শিশুদের জন্য বিনাব্যয়ে কম্পিউটার প্রশিক্ষণ, দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এমন একাধিক সমাজ কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেছিলেন এই দুর্গেশগিরি মহারাজ। তাঁর স্বপ্ন পূরণে আজ ৩০ এপ্রিল বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে উত্তম গিরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ২১ জন মানুষ এদিন এই স্বাস্থ্য পরিষেবা গ্রহন করেন। দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাঃ অর্ণব কবিরাজ। এছাড়াও ছিলেন আশ্রমের গুণমুগ্ধ সুভদ্রা দত্ত, বিশ্বনাথ কুণ্ডু,অশোক গুঁই, উত্তমকুমার কুণ্ডু সহ অন্যান্য সদস্যরা।