শম্ভুনাথ সেনঃ
আজ অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর “মন কী বাত”এর শততম পর্ব। বীরভূমের শহর থেকে গ্রাম সর্বত্রই মন কি বাত শোনার জন্য আসর বসে। বিজেপির পক্ষ থেকে এই শততর্ম পর্ব শোনার জন্য সারা দেশ জুড়ে এদিন আলাদাভাবে উদ্যোগ নেওয়া হয়। এতথ্য জানিয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা। জেলার দুবরাজপুর ব্লকের গুনডোবা গ্রামের পিছিয়ে পড়া বাউরীপাড়া এলাকায় এক আসরে মন কী বাত শোনার জন্য উপস্থিত ছিলেন বিধায়ক অনুপকুমার সাহা, বিজেপি জেলা নেতা শৈলেন মাহাতা প্রমুখ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মনের কথায় বলেন, “চরৈবতী মন্ত্র” নিয়ে মন কী বাতে শততম পর্বে এসে পৌঁছেছি”। মন কী বাত মালার সুতোর মতো। তিনি অল ইন্ডিয়া রেডিওর সকল কর্মীদের ধন্যবাদ জানান। দীর্ঘদিন ধরে তাঁর মনের কথা শোনার জন্য ভারতের জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি বহু মানুষ আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে রেডিওতে কান পাততে দেখা যায়। উল্লেখ্য, মাসিক এই বেতার অনুষ্ঠান প্রতিমাসের শেষ রবিবার বেলা ১১ টায় সম্প্রচারিত হয়। আজ ছিল প্রধানমন্ত্রীর মন কী বাতের শততম পর্ব।