শম্ভুনাথ সেনঃ
এক সপ্তাহের মাথায় বীরভূমের নলহাটিতে প্রবীণ চিকিৎসক মদনলাল চৌধুরীর খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। এ কথা সাংবাদিকদের জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। ধৃতদের মধ্যে চারজনের বাড়ি নলহাটিতে, একজন সাঁইথিয়ার। জমি বিক্রির প্রচুর টাকা জমা আছে চিকিৎসক মদনলাল চৌধুরীর কাছে। মূলতঃ এমনই ধারনা থেকে বাড়িতে ঢুকে চিকিৎসককে খুন করে দুষ্কৃতীরা। অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে এমনই তথ্য পেয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, খুনের ঘটনার পরে এদের কেউ কেউ পাশের রাজ্য ঝাড়খণ্ডে পালিয়েছিল। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুনের তদন্তের স্বার্থে কয়েকটি টিম গঠন করা হয়। নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার। সেই সূত্র ধরেই আজ রবিবার দুপুরে প্রত্যকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে খবর। উল্লেখ্য, এই ডাঃ মদনলাল চৌধুরী দু’বারের বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী ছিলেন। গত ২৪ এপ্রিল, সোমবার দুপুরে বীরভূমের নলহাটিতে নিজের বাড়িতেই হাত-পা বাঁধা মৃত অবস্থায় এই প্রবীণ চিকিৎসককে উদ্ধার করে পুলিশ। স্বভাবতই এই খুনের পিছনে রহস্য দানা বেঁধেছিল। জেলা বিজেপি দাবি করেছিল, তাঁকে খুন করা হয়েছে। খুনের প্রকৃত তদন্ত হোক। জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।