শম্ভুনাথ সেনঃ
এক সপ্তাহের মাথায় বীরভূমের নলহাটিতে চিকিৎসক মদনলাল চৌধুরীর (৮২)খুনের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গতকালই গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১ মে ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন আদালতের সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা। উল্লেখ্য, এই মদনলাল চৌধুরী দু’বারের “বীরভূম লোকসভা” কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন। গত ২৪ এপ্রিল, নলহাটিতে তাঁর নিজের বাড়িতেই হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় মৃত এই চিকিৎসককে উদ্ধার করা হয়। একথা গতকালই সাংবাদিকদের জানান বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। উল্লেখ্য, ধৃতদের মধ্যে চিকিৎসকের বাড়িতে ভাড়া থাকা এক স্বর্ণব্যবসায়ী সুখেন কর্মকারের বাড়ী সাঁইথিয়ায়। বাকি অভিষেক সালুই, তারক কর্মকার, গোরা খান ও রাজেশ শেখ তাদের বাড়ি নলহাটিতেই।
বিস্তারিত জানালেন সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা—