দীপককুমার দাসঃ
সোমবার সিউড়ির চৈতালী সিনেমা হলে সংগ্রামী যৌথ মঞ্চের জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো। দীর্ঘ ৯৫ দিন ধরে কলকাতার শহীদ মিনারে বকেয়া ডি এ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরে স্বচ্ছ নিয়োগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে। তার আগে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে কমিটি তৈরি করা হচ্ছে। সোমবার সিউড়িতে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক কর্মচারীদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির আহ্বায়ক ভাস্কর ঘোষ। এছাড়া রাজ্য নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিবদাস তেওয়ারি, চন্দন গঁড়াই, নীলকান্ত ঘোষ। এদিন বক্তারা নিয়োগ দুর্নীতি, বকেয়া ডি এ নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেন এবং তাদের আন্দোলনকে আরো তীব্র করার আহ্বান জানান। সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, দীর্ঘ ৯৫দিন ধরে আমরা শহীদ মিনারে আন্দোলন করেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে দিচ্ছি। এই আন্দোলন যাতে ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়া যায় তারই কর্মসূচি ছিল সিউড়িতে। আগামী ৬ মে কলকাতায় মহামিছিল হবে। আমাদের মূল তিনটি দাবি হলো এ আই সি পি আই অনুয়ায়ী অবিলম্বে সকল বকেয়া ডি এ প্রদান করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ করতে হবে।