সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ১ মে দিবস তথা শ্রমিক দিবস। দেশের বিভিন্ন স্থানে নানান শ্রমিক সংগঠনের উদ্যোগে ১৩৭ তম মে দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হচ্ছে। শিকাগোর শহীদদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধিকার রক্ষা, চারটি শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারীকরণের বিরুদ্ধে, ঠিকা ও আউটসোর্সিং শ্রমিকদের নিয়মিতকরণ, প্রকল্প শ্রমিকদের সমকাজে সমবেতন, পুরনো পেনশন স্কীম পুনরুদ্ধারের দাবিতে নকশাল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএফটিইউ বোলপুর শহর এলাকার রুটি কারখানা ও ভ্যান চালক শ্রমিকদের নিয়ে শহীদ বেদিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করেন। এছাড়া নকশাল নেতা শৈলেন মিশ্র মে দিবস তথা শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেন পথ সভার মাধ্যমে। এদিন শ্লোগানের মাধ্যমে আওয়াজ তোলে যে, সমস্ত ঠিকা, আউটসোর্সিং ও স্কীম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে সংগ্রাম কর। শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে সংগ্রাম কর। বিজেপি মোদি সরকারের ফ্যাসিবাদি সাম্প্রদায়িক নীতিকে প্রতিরোধ কর। শ্রমিক ঐক্য মজবুত কর। মে দিবসের ঐতিহ্য অমর রহে–বীর শহীদদের জানাই লাল সেলাম। মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন-সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অমানুষিক শ্রমব্যবস্থার বিরুদ্ধে আমেরিকার শ্রমিকশ্রেণি ৮ ঘন্টা শ্রমদিবসের দাবিতে ১৮৮৬ সালের মে মাসের প্রথম সপ্তাহে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিলেন। শিকাগোর হে মার্কেটে ওই বিক্ষোভে পুলিশের গুলিচালনায় বেশ কিছু শ্রমিক নিহত হন। অতি দ্রুত এক প্রহসনমূলক বিচারপর্ব চালিয়ে শ্রমিক নেতাদের ফাঁসি দেওয়া হয়। যাঁরা সেই ৮ ঘন্টা শ্রমদিবসের সংগ্রামে শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আজকে তাঁদের স্মরণ করার দিন, শহীদদের জানায় লাল সেলাম। এছাড়াও বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি সহ বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। জাতীয়তাবাদ, দেশপ্রেম ও স্বদেশীয়ানার ধূয়ো তুলে সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব শিল্প বিক্রি করছে মোদি সরকার, এর বিরুদ্ধে জনগনকে আরো তীব্র আন্দোলনের পথে অগ্রসর হতে হবে।