
শম্ভুনাথ সেনঃ
ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে আজ ৪ এপ্রিল মুরারই থানার ভাটরার কাছে। বাবার নাম বাইদুল শেখ, ছেলের নাম অসীম শেখ। তাদের বাড়ি মুরারই থানার উত্তরকাশিল্যা গ্রামে। বাবা ও ছেলে মোটরসাইকেলে করে বাঁশলই থেকে রাজগ্রাম যাবার পথে ভাটরার কাছে আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, গত রবিবার ছেলেটির বিয়ে হয়েছে বলে তার এক আত্মীয় জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ট্রাক্টর সহ চালককে আটক করেছে পুলিশ।
ছবি: দিপু মিঞা, মুরারই : বীরভূম