অবাধ শান্তিপুর্ণ পঞ্চায়েত নির্বাচন ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে গনডেপুটেশন, পাঁরুই থানায়

সেখ রিয়াজুদ্দিনঃ

রবিবার বীরভূম জেলার পারুই থানায় জাতীয় কংগ্রেস ও বাম জোটের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যেন হয় তার পরিপ্রেক্ষিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বামফ্রন্ট ও কংগ্রেসের দলীয় কর্মীরা যৌথভাবে জমায়েত হয় পাঁরুই হাটতলায় এবং পরে যৌথ ভাবে পাঁরুই থানায় গন ডেপুটেশন প্রদান করেন। তাদের মূলত দাবি ছিল, অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভুমিকার দাবিতে আজকের এই ডেপুটেশন প্রদান। আজকের জমায়েত ও ডেপুটেশন প্রদান কর্মসুচীতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী, জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রসিদ, কার্যকারী সভাপতি চঞ্চল চ্যাটার্জী, সিপিআইএম নেতা দীপঙ্কর চক্রবর্তী, বকুল ঘড়ুই ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।
কলকাতার ধর্মতলা, লেনিন সরণী রাস্তার নাম পরিবর্তন সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন যে, শুভেন্দু অধিকারী এখন সকাল বিকেল সন্ধ্যে বেশি পুজো করছে কেন? আগে তো করত না, বুঝে গেছে লোকের উপর ভরসা নেই। লোককে ইমোশনালি কোথাও ব্যবহার করা যায় কিনা। তৃণমূল কংগ্রেস যে পথ দেখিয়েছে পশ্চিমবাংলায়, শুভেন্দু অধিকারী ও সেই পথেই চলছে। শুভেন্দু তো অরিজিনালি তৃণমূলেরই লোক। ফলে ওরা শুধু নাম বদল, রং বদল করতে চায়। নাম বদল, রং বদল করে কাজের কাজ কিছুই হবে না, বাংলার মানুষ বুঝে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *