মেহের সেখঃ
লাভপুরের নাট্যম নৃত্য গোষ্ঠী আমাদের রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে সগৌরবে নৃত্য প্রদর্শন করার পর এবার তাদের গন্তব্য ছিল আমাদের প্রতিবেশী বাংলাদেশ । ৪ই মে ও ৫ই মে,২০২৩ ছেঁউড়িয়া লালন একাডেমি, বাংলাদেশে নৃত্য প্রদর্শন করার পর ৬ই মে রামনা,ঢাকা, বাংলাদেশে নৃত্য প্রদর্শন করে ৭ ই মে ম্যাজিক বাংলা স্টুডিও, বাংলাদেশে নৃত্য প্রদর্শন করে সেদেশের মানুষের মন জয় করে আজ ৯ মে লাভপুরে ফিরতেই লাভপুরের সংস্কৃতি প্রেমী মানুষের মধ্যে নাট্যমের সদস্যদের নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । নাট্যম নৃত্য নাট্য গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত মন্ডল জানিয়েছেন সম্মানীয় সমাজসেবী শ্রী অমরচাঁদ কুণ্ডুর পৃষ্ঠপোষকতায় চোদ্দ জনের একটি টিম বাংলাদেশ পাড়ি দিয়েছিল । সেখানে তিনদিন নৃত্য প্রদর্শন করে সেখানের মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আজ তারা লাভপুরে ফিরে এসেছে।