নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিবস পালন করল একলব্য, দুবরাজপুর। নেপাল মজুমদার ভবনের সামনে প্রাকৃতিক পরিবেশে ছায়া সুনিবিড় বটবৃক্ষের তলায় সকাল সাড়ে আটটা থেকে রবীন্দ্রনাথ কে স্মরণ করে ‘প্রণমি তোমায়’ অনুষ্ঠান শুরু হয় কৌস্তুভ মিশ্রর কন্ঠে কবিগুরুর নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা দিয়ে। একলব্য চর্চা কেন্দ্রের শিল্পীবৃন্দ আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন মৈনাক কুন্ডু, সান্নিধ্য চ্যাটার্জী, অনির্বেদ চৌধুরী। কবিগুরুর জীবন চর্চায় নিজেদের চর্চিত করার প্রয়াস চালিয়ে যাওয়ার কথা বলেন মাননীয় পীযূষ পান্ডে, পৌরপ্রধান দুবরাজপুর, মাননীয় সুনীল কর্মকার, মাননীয় তপন ওঝা। অনুষ্ঠানে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। একলব্যের সভাপতি সুব্রত উপাধ্যায়ের কাছে জানা যায় নিয়মিত প্রাজ্ঞন নাট্যোৎসবের সাথে সাথে এইধরনের অনুষ্ঠান মুক্তপ্রাজ্ঞনেই আগামীতে অনুষ্ঠিত হবে অনেক মানুষকে আরও কাছাকাছি সংস্কৃতির অঙ্গনে পেতে।