স্কুল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারপতির

দীপককুমার দাসঃ

স্কুল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের জন্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মহঃ বাজার থানার পুরাতন গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাইস্কুলের ইতিহাসের শিক্ষক সৌমেন্দ্রনাথ মিয়াঁর বিরুদ্ধে গত ১০ মে এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঐ শিক্ষক ২০১১ সালের ১৪ জূলাই তেঁতুলবেড়িয়া জুনিয়র হাইস্কুলে যোগ দেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর টিচার ইনচার্জ হন। সৌমেন্দুবাবু অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পরিচালন কমিটির সঙ্গে মতানৈক্য তৈরি হয়। কমিটির কয়েকজন সদস্য মিলে স্কুলের খেলার মাঠে অবৈধ নির্মাণ শুরু করেন। সেই কাজে বাধা দেওয়ায় মিথ্যা অভিযোগে তাকে স্কুলে যেতে বাধা দেওয়া হয়। এমনকি স্কুলে ঢুকলেই গ্রেফতার করা হবে বলে শাসানো হয়। তিনি চাপের মুখে স্কুল কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্বান্তের কথা না জানানোয় পদত্যাগপত্র প্রত্যাহার করে শিক্ষা দপ্তরের কাছে স্কুলে যোগদানের জন্য আবেদন করেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গত বৃহস্পতিবার শুনানি থাকলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং ১০ মে স্কুল কর্তৃপক্ষকে উপস্থিত থেকে কেন ঐ শিক্ষককে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না তার কারণ দর্শানোর নির্দেশ দেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রাজারাম ঘোষ বলেন, ঐ শিক্ষক স্কুলে এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। এক ছাত্রীকে প্রেমপত্র দেন। এ বিষয়ে অভিভাবকরাও অভিযোগ জানান। বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানানো হয়। ২০২০ সালের ২ জানুয়ারি স্কুল পরিদর্শক তদন্তে আসেন এবং ৯ জানুয়ারি, ২০২০ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে তদন্ত রিপোর্ট পাঠানো হয়। গত ১০ মে ঐ মামলার শুনানিতে স্কুল কর্তৃপক্ষের আইনজীবী কেন শিক্ষককে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার কারণ ব্যাখা করেন। শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *