পঞ্চায়েত নির্বাচন সহ বিভিন্ন দাবিকে সামনে নিয়ে বামফ্রন্ট কংগ্রেস জোটের জনসভা, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত না হলেও প্রস্তুতি নিতে সমস্ত রাজনৈতিক দল মাঠে অবতীর্ণ। প্রায় প্রতিদিন প্রখর রৌদ্রের তাপপ্রবাহ উপেক্ষা করেই মিটিং মিছিল ডেপুটেশন ইত্যাদি কর্মসূচি চলছে। অনুরূপ দীর্ঘ একমাস যাবৎ জেলার বিভিন্ন থানা এলাকায় মিটিং মিছিল ও থানায় থানায় ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার জেলা সদর সিউড়ির বেনীমাধব স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের আহ্বানে। এদিনের জনসভা থেকে ফের একবার থানায় থানায় দেওয়া ডেপুটেশনে দাবিগুলোর উপর সোচ্চার হয়ে ওঠেন। অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন ঘোষনা করা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা, পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালন করা, লুটের পঞ্চায়েত ভেঙ্গে মানুষের পঞ্চায়েত গোড়ে তোলা। তৃণমূল ও বিজেপির দূর্নীতি গ্রস্থ নেতা মন্ত্রীদের সিবিআই তদন্ত করে গ্রেপ্তার করা প্রভৃতি দাবিতেই বাম-কংগ্রেসের নেতাদের এদিন বক্তব্যের মাধ্যমে সোচ্চার হতে দেখা যায়। উপস্থিত ছিলেন, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রের বিরোধী দল নেতা ও রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সিপিআইএম পার্টির পলিট ব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জী, বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রসিদ প্রমুখ নেতৃত্ব। সভা পরিচালনা করেন বামফ্রন্টের বীরভূম জেলা আহ্বায়ক গৌতম ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *