শম্ভুনাথ সেনঃ
ভিন রাজ্য থেকে বোরো ধান কাটতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে গত ১৪ মে বেলা ১০ নাগাদ বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে। মৃতদেহ তুলতে গেলে পুলিশকে তাড়া করে ক্ষিপ্ত গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের তাড়া খেয়ে ছুটে পালাতে গিয়ে আহত হয় পুলিশ৷ এই ঘটনায় ৮ জনের নামে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে এসে পরিস্থিতি সামাল দেয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মথুরার কাশিকালান ফালিন গ্রামের বাসিন্দা দুই ভাই ধান কাটা মেশিন নিয়ে এই রাজ্যের বীরভূমে কাজ করতে আসে৷ জেলার সদাইপুর থানার যশপুর গ্রাম পঞ্চায়েতের সালুঞ্চি গ্রামে কাজ সেরে রেঙ্গুনি গ্রামের দিকে যাচ্ছিল তারা৷ সেই সময় রাস্তার ধারে ঝুলে থাকা ১১ হাজার ভোল্টের একটি তার তাদের ধান কাটার গাড়িতে জড়িয়ে যায়৷ লোহার সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের৷ মৃতদের নাম বিষ্ণু তোমর (২২) ও বিকাশ তোমর (২৪)। ড্রাইভার মনিষ তোমর কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়।
ভিন রাজ্যের শ্রমিকদের এই ভাবে মৃত্যুর জন্য দায়ী বিদ্যুৎ দপ্তর, এই অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদাইপুর থানার পুলিশ। ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে৷ উত্তেজিত গ্রামবাসীরা দাবী তোলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা না আসা পর্যন্ত দেহ তুলতে দেবে না৷ পরে বিশাল পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের বুঝিয়ে ঘটনার ঘন্টা তিনেক পর দুটি মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়৷ আজ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হয় বলে খবর। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি সিউড়িতে বিদ্যুৎ বিভাগের রিজিওনাল ম্যানেজারকে ক্ষতিপূরণের দাবী জানিয়ে গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দেয়।