মেহের সেখঃ
ময়ূরেশ্বরের ষাটপলশা গ্রামে সর্পদেবী মনসার পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়। প্রতি বছর জৈষ্ঠ মাসের শুরুতেই এই গ্রামে মা মনসার পুজো শুরু হয়। মা মনসাকে ১২ দিন রেখে মনসামঙ্গল গান সহ বিভিন্ন ধরনের লোকায়ত ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে মায়ের পুজো করা হয়। চাঁদ সওদাগরের দেবী মনসাকে পুজো করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ৮ দিন মা মনসাকে রেখে অষ্টমঙ্গলা সমাপ্ত হলে পার্শ্ববর্তী বহড়া গ্রামে মায়ের মন্দিরে মা মনসাকে রেখে আসা হয়। এলাকার বাসিন্দা অতীশচন্দ্র ভল্লা,গোপাল চৌধুরী, শুভজিৎ চৌধুরীরা জানিয়েছেন, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ এখানে মনসা পুজো দেখতে জড়ো হন।