শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী গ্রীনস্টার কালচারাল সোসাইটির উদ্যোগে গড়ে উঠেছে রবীন্দ্র ও লোকনৃত্য চর্চা কেন্দ্র। স্কুল শিক্ষার পাশাপাশি গ্রামীণ ছেলে-মেয়েদের নৃত্য শিল্পকলার সঙ্গে যুক্ত করার এক নয়া প্রয়াস নিয়েছে “নৃত্য ঝংকার” সংস্থা। ভারত কলা কেন্দ্র বোর্ডের অধীনে এই আর্ট একাডেমি জয়দেব-কেন্দুলি ভক্তিভবনে ৪ জুন ১৪০ জন নৃত্য শিক্ষার্থীদের নৃত্য পরীক্ষা গ্রহণ করা হয়। উৎসাহ ও উদ্দীপনায় পরীক্ষকদের কাছে এই পরীক্ষার্থীরা নৃত্য প্রদর্শন করে। উপস্থিত ছিলেন পরীক্ষক, পরীক্ষার্থী সহ অভিভাবক এবং শিল্প সংস্কৃতি সজাগ অনুরাগী মানুষজনেরা। পরীক্ষা শেষে এইসব নৃত্য পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ভারত কলা কেন্দ্রের শংসাপত্র। এই তথ্য জানিয়েছেন নৃত্য ঝংকার কেন্দ্রের কর্ণধার তথা নৃত্য প্রশিক্ষক শিল্পী রাজিব বণিক।