বিপিন পাল
খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড় ও মামুদপুর গ্রামের মধ্যস্থলে নিমপাল গোসাঁই বাবা শান্তি সেবাশ্রম চত্বরে শুরু হলো চব্বিশপ্রহর ব্যাপী লীলাকীর্ত্তন গান, অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন ও ভক্তসেবা। ৩৭ বছরে পদার্পণ করলো এই মন্দিরের অনুষ্ঠান। গত দু বছর সরকারি করোনা বিধির কথা মাথায় রেখে সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ ছিল, এবছর করোনা বিধি শিথিল হওয়ায় সমস্ত রকম অনুষ্ঠান হবে বলে জানা যায়। রবিবার থেকে মঙ্গলবার পর্য্যন্ত প্রত্যহ রাত্রে রয়েছে লীলাকীর্তন গান, সন্ধায় গৌড়মন্ডলী গান, ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন ও ভক্তসেবা। বুধবার রয়েছে কুঞ্জবিলাস গান এবং গান শেষে প্রায় ৪০০০ হাজার ভক্তদের মধ্যে সুমিষ্ট প্রসাদ সেবার ব্যবস্থা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন নিমপাল গোসাঁই বাবা শান্তি সেবাশ্রমের স্বামীজি মোনজানন্দ ব্রহ্মচারী, পরিচালন কমিটির অন্যতম সদস্যদের মধ্যে তারাপদ মন্ডল, ভাগ্যধর মন্ডল, বরুন কুমার খাঁ, তুষারকান্তি খাঁ সহ অন্যান্যরা ও ভক্তরা।