শম্ভুনাথ সেনঃ
দীর্ঘদিন ধরে একটানা তাপপ্রবাহের পর আজ বীরভূমের কোনো কোনো এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। ফলে নেমে গেছে তাপমাত্রা, মিলেছে অনেকটা স্বস্তি। তারই মাঝে জেলায় বজ্রাঘাতে এক চাষীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তিনগর গ্রামে। আজ ১৭ জুন দুপুরে মাঠে কাজ করার সময় বিপ্লব সূত্রধর নামে ঐ ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়। বয়স ৫২ বছর। জানা গেছে বিপ্লব সূত্রধর নামে ঐ চাষী মাঠে বাদাম তুলে শ্রমিকদের বেতন দিচ্ছিলেন। কালো মেঘ এবং বজ্রপাতের শব্দ শুনে সবাই বাড়ি ফিরলেও ফিরতে পারেননি বিপ্লব সূত্রধর। হঠাৎই শুরু হয়ে যায় ঝড়-বৃষ্টি। আর তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় ঐ চাষীর। তড়িঘড়ি তাঁকে দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন দুঃসংবাদের খবর পাওয়া মাত্রই উপস্থিত হন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। তিনি জানান, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।