শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর ব্লকের মুলুক রোডে, সতীঘাট এলাকায় “ইলামবাজার সুভাষ ব্যায়ামাগারে’র” আয়োজনে আজ ১৭ জুন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর আই.কিউ. সিটি হসপিটাল। প্রত্যন্ত গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে আজ চক্ষু পরীক্ষা, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা, ইসিজি সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। অন্তত ৩৫০ জন রোগী এদিন চিকিৎসা পরিষেবা নেন। হাতের কাছে এমন স্বাস্থ্যপরিসেবা পেয়ে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেন। উল্লেখ্য, সুভাষ ব্যায়ামাগার এই সংস্থাটি গ্রামীণ মানুষজনদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যপরিসেবা প্রদান করছে। এলাকায় রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, অনাথ দুঃস্থ শিশুদের ফ্রী চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে। এদিন বিনামূল্যে স্বাস্থ্য শিবির সম্পর্কে আইকিউ সিটি হসপিটাল কর্তপক্ষ তাদের ভুয়সী প্রশংসা করেন। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ, ব্যায়ামাগারের সভাপতি সুদীপ ব্যানার্জি সহ হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।