
সেখ রিয়াজুদ্দিনঃ
গত বছর ২১ মার্চ খুন হন রামপুরহাট মহকুমার বরশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের ঘটনায় এফআইআরের দু’নম্বরে নাম ছিল নিউটন শেখের। তবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি। গত ১ বছর ধরে পলাতক ছিলেন। সূত্রের খবর, গত দু-তিনদিন আগে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নতুন বিয়ে করার বউয়ের কাছে এসেছিলেন নিউটন শেখ। সেই খবর পেয়ে বুধবার রাতে সেখানে তার বাড়িতে হানা দেয় পুলিশ। একটি বন্দুক ও একটি কার্তুজ-সহ তাঁকে গ্রেপ্তার করে মাড়গ্রাম থানার পুলিশ। সূত্রের খবর, নিউটন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।