সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় একটি শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় থানার পুলিশ ও সিভিকদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে পদযাত্রা বের করে স্থানীয় বাস স্ট্যান্ড বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মাদককে না বলুন। মাদক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটি একটি মৃত্যুর কারণ।মাদক সমাজকে ধ্বংস করে। মাদক বিষয়ে হও সচেতন, বাঁচায় প্রজন্ম-বাঁচায় জীবন। একটি মাদকমুক্ত নিরাপদ পরিবার সমাজ ও দেশ গড়তে সহযোগিতার প্রত্যয় নিয়েই আমাদের পথ চলা। হ্যাঁ, এই বার্তা গুলিকে সামনে তুলে ধরে জনসচেতনতা বাড়াতে লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে এরূপ উদ্যোগ বলে জানা যায়। উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই প্রশান্ত রায় সহ সিভিক ভলিন্টিয়াররা।