দীপককুমার দাসঃ
সিউড়ির মালিপাড়ার ধর্মরাজ পূজো উপলক্ষ্যে সঙ বের করা হয় প্রতিবছর। আজ সোমবার বিকেলে মালিপাড়ার ধর্মরাজ মন্দির থেকে, বিভিন্ন ধরনের বাদ্যি সহযোগে সঙ সেজে শোভাযাত্রা বের করা হয়। শিব, নন্দী, ভিরিঙ্গি, সিরিডি বাবা, ভূত, যীশুখ্রীষ্ট, কার্টুন, ভালুক, হনুমান, জোকার, পাগল এরকম নানা সাজে সঙ্ সেজে শোভাযাত্রা বের করা হয়। মালিপাড়ার এই সঙ্ সেজে শোভাযাত্রার ঐতিহ্য দীর্ঘ দিনের। এদিন মালিপাড়া থেকে চৈতালী মোড়, মসজিদ মোড় হয়ে আবার মালিপাড়ায় এই শোভাযাত্রা শেষ হয়। এই জমজমাট শোভাযাত্রা দেখতে ভিড় করেন বহু মানুষ।