সেখ রিয়াজুদ্দিনঃ
২২ জুলাই সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেল বেঘরে। ঘটনাটি বীরভূম জেলার হযরতপুর গ্রামে। জানা যায় কাঁকরতলা থানার হযরতপুর গ্রামের সনাতন ধীবরের বাড়িতে পায়খানার সেপটিক ট্যাংক পরিষ্কার করার উদ্দেশ্যে দুজন শ্রমিক সহ মালিক ম্যানহোল খোলার সময় দূর্ঘটনাটি ঘটে। নির্মাণ শ্রমিক স্বপন বাদ্যকর(৪৬) ম্যানহোল খোলা মাত্র গ্যাসে অজ্ঞান হয়ে গিয়েই প্রথমে চেম্বারের মধ্যে তলিয়ে যায়। তাকে দেখতে গিয়ে আবার বাড়ির মালিক সনাতন ধীবর (৪৯)সেও তলিয়ে যায়।এরপর নির্মাণ শ্রমিকের সহকারী কর্মী অমৃত বাদ্যকর (৩২) ও টর্চের আলো জ্বেলে দেখতে গিয়ে সেও চেম্বারে তলিয়ে যায়। মুহুর্তের মধ্যে কোনো কিছু বোঝার আগেই পরপর তিনজনের তলিয়ে যাওয়া এক বিষ্ময়কর ব্যাপার হয়ে দাঁড়ায়।মর্মান্তিক দূর্ঘটনার খবরে এলাকাবাসী স্তব্ধ হয়ে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন সহ দমকল বিভাগে।খবর পেয়ে ডিএসপি মোতাসিম আক্তার, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মন্ডল, স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। এদিকে দমকল বিভাগের লোকজন এসে মৃতদেহ গুলি উদ্ধার করে। এরপর স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ গুলি সিউড়ি মর্গে পাঠানো হয় বলে সূত্রের খবর।