মেহের সেখঃ
২২ জুলাই শনিবার ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের জাতীয় আলোচনাচক্রে কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিমলকুমার থান্ডারের সম্পাদনায় প্রকাশিত হল ‘বিবেক পত্রিকা’ ( VIVEK MAGAZINE ) A bi-lingual bi-annual Peer Reviewed Journal. ইতিহাস পুরাতত্ত্ব সাহিত্য সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী ষাণ্মাসিক পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যা৷ প্রকাশ করলেন কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মহাদেব দেওয়াশী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত, পালি এবং প্রাকৃত বিভাগের অধ্যাপক ড. অরুণকুমার মণ্ডল, ঝাড়খণ্ডের সিধু কানহ মুর্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্তোষ কুমার শীল, ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী গ্রামীণ কলেজের অধ্যাপক ড. আশিসকুমার মণ্ডল, পত্রিকা সম্পাদক অধ্যাপক ড. বিমলকুমার থান্ডার। উপস্থিত ছিলেন কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক ফতেমা খাতুন, অধ্যাপক অক্রুর সরদার, অধ্যাপক ভরত দাস সহ কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রীরা। পত্রিকার প্রচ্ছদ শিল্পী আদেশ লেট৷ প্রকাশক : বিবেকানন্দ বুক সেন্টার, কলকাতা-৭৩৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজেশ মুখার্জী৷