আসামের শিলচরে শতক্রতু সাহিত্য পত্রিকার সুবর্ণবর্ষ উদযাপন উপলক্ষে এক গুচ্ছ গ্রন্থ প্রকাশ, গুণীজন সংবর্ধনা এবং আলোচনা সভা

মেহের সেখঃ

২৩ জুলাই রবিবার আসামের শিলচরের মধ্যশহর সংস্কৃতি সমিতির প্রেক্ষাগৃহের শ্যামলেন্দু চক্রবর্তী স্মৃতিমঞ্চে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত শতক্রতু সাহিত্য পত্রিকার সুবর্ণবর্ষ উদযাপন উপলক্ষে এক গুচ্ছ গ্রন্থ প্রকাশ, গুণীজন সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাকার মিথিলেশ ভট্টাচার্য এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গদ্যকার সুমিত্রা দত্ত। আলোলিকা দত্তের প্রারম্ভিক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর উক্ত অনুষ্ঠানে একে একে এক গুচ্ছ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শতক্রতু সাহিত্য পত্রিকার নব প্রস্তাবনা সংখ্যা, ঈশান পত্রিকার কবিতা সংখ্যা, মহাত্মা ও শিলচরে নারী –জাগৃতির ঊষাপর্ব, মিথিলেশ ভট্টাচার্যের ছোটগল্প, অমিতাভ সেনগুপ্তের গল্পগ্রন্থ মহাযুদ্ধের ঘোড়া, তপোধীর ভট্টাচার্যের লেখা উপন্যাসের সময়, জেগে থাকতে চাই ইত্যাদি গ্রন্থ গুলোর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কথাকার মিথিলেশ ভট্টাচার্য, বিশিষ্ট গদ্যকার সুমিত্রা দত্ত, প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্কর এবং আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী। অনুষ্ঠানে কবি শান্তনু রায় এবং কবি চম্পা ভট্টাচার্য কবিতা পাঠের মাধ্যমে স্রোতাদের মুগ্ধ করেন। এরপর অনুষ্ঠানে শতক্রতু সুবর্ণবার্ষিক আলোচনায় শতক্রতু:স্বপ্ন ও বাস্তবের দ্বিরালাপ বিষয়ে বক্তব্য রাখেন কবি দীপক চক্রবর্তী, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্কর। উক্ত অনুষ্ঠানে শতক্রতু জীবনকৃতি সম্মান প্রদান করা হয় লিটিল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তথা ‘সাহিত্য’ পত্রিকার সম্পাদক বিজিৎ কুমার ভট্টাচার্যকে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নীলাক্ষ চৌধুরীর কন্ঠে ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ গানটির মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন মণ্ডল। উপস্থিত ছিলেন সাহিত্য কর্মী সুবীর ভট্টাচার্য, স্বপ্না ভট্টাচার্য, অদিতি চক্রবর্তী, মধুমিতা ঘোষ, রূপদত্তা রায়, আদিমা মজুমদার, লিলি মণ্ডল, বন্দনা দত্তচৌধুরী, পঙ্কজ সরকার, ঋতমর্ঘ্য ভট্টাচার্য, শ্রুতিতীর্থ ভট্টাচার্য, নীলাক্ষ চৌধুরী, সুমন, সুরজিত, দীপক চক্রবর্তী, রুহুল আমিন, পিন্টু সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *