প্রভাতফেরী, নাচ, গান, আবৃত্তি, নাটক এবং সাহিত্য সভার মধ্যে দিয়ে লাভপুরে পালিত হল রাঢ়ভূমির দেবতা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

মেহের সেখঃ

৮ শ্রাবণ। রাঢ়ভূমির দেবতা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তারাশঙ্করের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির উদ্যোগে এবং বীরভূম সংস্কৃতি বাহিনী, বীরভূম তথ্য সংস্কৃতি দপ্তর ও লাভপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এদিন সকাল ৮ টায় প্রভাতফেরী করে গোটা লাভপুর পরিক্রমা করা হয়। এরপর তারাশঙ্করের স্মৃতি বিজড়িত ধাত্রীদেবতায় তারাশঙ্করের প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর ধাত্রীদেবতাতে তারাশঙ্করের জীবন এবং কৃতি বিষয়ে আলোচনা করেন বাংলা অকাদেমির পক্ষের বক্তা সাহিত্যিক আবুল বাশার এবং সৈকত রক্ষিত। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুপুর ২ টো ৩০ মিনিট থেকে ধাত্রীদেবতাতেই শুরু হয় জেলার কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য সভা। একশোর অধিক কবি সাহিত্যিক এদিনের সাহিত্য সভায় উপস্থিত হয়ে কবিতা পাঠ এবং বক্তৃতা প্রদান করেন। এরপর বিকেল পাঁচটা থেকে শুরু হয় গান। সন্ধ্যা সাতটায় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় ‘আখড়াইয়ের দীঘি’ নাটক পরিবেশনার মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিন ধাত্রীদেবতায় বাংলা অকাদেমির পক্ষ থেকে যেমন উপস্থিত ছিলেন সাহিত্যিক আবুল বাশার এবং সৈকত রক্ষিত। তেমনি জেলার প্রবীণ নাট্যব্যক্তিত্ব মহাদেব দত্ত, তারাশঙ্করের উপন্যাসের জীবন্ত চরিত্র ডাক্তার সুকুমার চন্দ্র ওরফে বিশু ডাক্তার, তারাশঙ্করের ভাতুস্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার কবি সাহিত্যিক গণ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে লাভপুরের দিশারী সাংস্কৃতিক চক্র এবং লাভপুর অতুলশিব ক্লাবের যৌথ উদ্যোগেও এদিন লাভপুর অতুলশিব ক্লাবে বিচিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *