মনিপুর এবং মালদায় নারী নির্যাতনের প্রতিবাদে বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে বোলপুরে গণমিছিল

মেহের সেখঃ

মনিপুরের সাম্প্রদায়িক হিংসা এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের বিক্ষোভে সংসদ চত্বর উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে আমাদের রাজ্যের মালদাতে দুজন মহিলাকে চোর অপবাদ দিয়ে বিবস্ত্র করে মারধর করার ঘটনা সামনে এসেছে। মনিপুর এবং মালদার নারী নির্যাতনের পৈশাচিক, নক্কারজনক ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে আমরা পথে নামতে দেখেছি। ২৫ জুলাই মঙ্গলবার বিকালে বোলপুর শহরে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ ডাকে গণমিছিল করে শহর পরিক্রমা করে মনিপুর এবং মালদার নারী নির্যাতনের প্রতিবাদ করা হয়। এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বকুল ঘোড়ুই, প্রদীপ ভট্টাচার্য, আরএসপি নেতা কমরেড তুষার ব্যানার্জী, কংগ্রেস নেতা তপন সাহা সহ আরও অনেকে। এদিন মনিপুর নিয়ে প্রধানমন্ত্রীর সন্দেহজনক নীরবতার বিরুদ্ধে শ্লোগান মুখর হয়ে ওঠে বোলপুর। পাশাপাশি মালদার ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *