রাজনগর গ্রামীণ হাসপাতালের মুকুটে নতুন পালক : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বীকৃতি

উত্তম মণ্ডলঃ

জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর। এখানকার গ্রামীণ হাসপাতালের ওপর নির্ভর এলাকার মানুষ। সম্প্রতি সেই রাজনগর গ্রামীণ হাসপাতালের মুকুটে উঠলো নতুন পালক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বীকৃতি পেল এই হাসপাতাল। জানা গেছে, গত জুন মাসের ৫ ও ৬ তারিখ কেন্দ্রের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল রাজনগর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে এখানকার পরিষেবা ও পরিকাঠামোর গুণমান যাচাই করেন। এই কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন ডা: বি.এন. ব্যাস ও ডা. অভিষেক জেনওয়াল। তাঁরা রাজনগর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে হাসপাতাল সভাকক্ষে সিএমওএইচ ডা: হিমাদ্রি আড়ি, বিএমওএইচ ডা: তীর্থঙ্কর সিনহা সহ হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠকও করেন। এরপর কেন্দ্রের তরফে স্বীকৃতি প্রদান করা হয় এই রাজনগর গ্রামীণ হাসপাতালকে। দুর্ঘটনা, জরুরি বিভাগ, প্রসূতি বিভাগসহ প্রভৃতি বিভাগের গুণমান যাচাই করার পর এই স্বীকৃতি প্রদান করা হয় বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে হাসপাতালের গুণগত মান যাচাইয়ের জন্য নির্দিষ্ট “ন্যাশনাল কোয়ালিটি এন্ড অ্যাসুরেনস” পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে কেন্দ্রের তরফে আদর্শ হাসপাতাল হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে রাজনগর গ্রামীণ হাসপাতালকে। এর আগে রাজ্যস্তরের স্বীকৃতি পেয়েছে এই হাসপাতাল। এরপর কেন্দ্রীয় স্তরে এই স্বীকৃতি লাভের পর রাজনগর গ্রামীণ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মীদের মধ্যে এখন খুশির হাসি। জুঁই সাহা, অর্চিতা সেনগুপ্ত, তন্ময় মুখার্জি, শৈলেন মণ্ডল, পূর্ণিমা ভাণ্ডারীদের মতো এই হাসপাতালের কর্মীদের প্রতিক্রিয়া, এই স্বীকৃতিতে সবাই খুশি তাঁরা এবং সেই সঙ্গে উৎসাহিতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *