শম্ভুনাথ সেনঃ
“জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস” বীরভূম জেলা শাখার উদ্যোগে ৩০ জুলাই বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হলো “বিশ্ব ব্যাঘ্র দিবস”। সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২৯ জুলাই দিনটি উদযাপিত হয়। উল্লেখ্য, বাঘ ভারতের জাতীয় পশু হওয়ার কারণে এদেশে এই দিবসের তাৎপর্য অনেক বেশি। এদিন বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতামূলক স্লোগান ও পোস্টার নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের অন্তত ২০০ জন পড়ুয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় সারা বোলপুর শহর পরিক্রমা করে। এরপর এ বিষয়ে বিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বাঘ ও বন্যপ্রাণী বিষয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন “জাঙ্গল রিদম্”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বিশিষ্ট আলোক চিত্রশিল্পী নির্মাল্য চক্রবর্তী, পরিবেশকর্মী অরূপ থান্দার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল হাসান প্রমুখ। এদিনের অনুষ্ঠানে “জাঙ্গল রিদম্”- এর পক্ষ থেকে বোলপুর উচ্চ বিদ্যালয়কে “গ্রিন স্কুল” পুরস্কার ও বিশিষ্ট পরিবেশ কর্মী সুপ্রিয় সাধুকে বনসৃজন ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য “লাইফটাইম অ্যাচিভমেন্ট” পুরস্কার প্রদান করা হয়। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বীরভূম জেলা কো-অর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুল পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস দীর্ঘদিন কাজ করে চলেছে। নির্মাল্য চক্রবর্তীর তৈরি এই তথ্যচিত্র পড়ুয়াদের বন্যপ্রাণী সম্বন্ধে আরো আগ্রহী করে তুলবে বলে তিনি আশা ব্যক্ত করেন।