সাঁইথিয়া স্বাস্থ্যকেন্দ্র স্টেট জেনারেলে উন্নীত হল

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়ার স্বাস্থ্যকেন্দ্রটির যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে। পরে বামফ্রন্ট আমলে এই স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র হিসাবে উন্নীত হয়েছিল। বলা বাহুল্য, সাঁইথিয়া স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার ওপর নির্ভরশীল সাঁইথিয়া সহ নিকটবর্তী অর্ধশতাধিক গ্রামের মানুষ। তাই এই স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবার উন্নত পরিকাঠামো জরুরি ছিল। কারণ অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হত। স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি উদ্যোগী হয়েছিলেন বলে জানা গেছে। কাজ শুরু হয়েছিল প্রায় বছরখানেক আগে। গড়ে উঠেছে নতুন ভবন। ৩ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যকেন্দ্রটির ভার্চুয়াল উদবোধন করেন নবান্ন থেকে। এই উদবোধনকে সামনে রেখে স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, পুরপ্রধান বিপ্লব দত্ত সহ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন বলেই এই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হল। স্টেট জেনারেল হাসপাতাল হিসাবে উন্নীত হওয়ায় এখানে স্বাস্থ্য পরিষেবার উন্নতির পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন অস্ত্রোপচারের সুবিধা মিলবে। পুরপিতা বিপ্লব দত্ত বলেন, সাঁইথিয়া সহ সংলগ্ন এলাকার মানুষ উন্নত পরিষেবা পাবে এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *