শম্ভুনাথ সেনঃ
বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভার, সিউড়ি ১ নম্বর মন্ডলের “ঘর ঘর মহাজন সম্পর্ক অভিযানের” আজ ২৫ আগষ্ট সূচনা হলো। পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ, শৈবতীর্থ বক্রেশ্বর ধামে, বাবা বক্রনাথের চরণে পূজা নিবেদনের মাধ্যমে এই অভিযানের সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর ব্লক কনভেনার জয়ন্ত আচার্য, সিউড়ি ১ নম্বর মন্ডল সভাপতি সুরজিৎ ঘোষাল সহ দলীয় কর্মীরা। এদিন সংগৃহীত হয় মহাজন গৃহ ও তীর্থক্ষেত্রের পবিত্র মাটি। জেলার প্রতিটি ব্লক থেকে সংগৃহীত এই মাটি অমৃত কলসে পৌঁছে যাবে দিল্লিতে। দিল্লির কর্তব্য পথের পাশে সুদৃশ্য অমৃতবাটিকা নির্মিত হবে। এ কথা জানিয়েছেন জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী। উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকারের ৯ বছর পূর্তিতে নানা কার্যক্রম হাতে নিয়েছে বিজেপি। ধর্মীয় স্থান এবং প্রতিটি ঘরের পবিত্র মাটি সংগ্রহের নিমিত্তে “আমার দেশ আমার মাটি” কার্যক্রমের সূচনা হয়েছে আগেই। এদিন এই সম্পর্ক অভিযানে কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছরে নানা সামাজিক কর্মসূচি ও তার সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। বিলি করা হয় লিফলেট।